Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
রায়গঞ্জ ইউপি কমপ্লেক্স ভবন
বিস্তারিত

প্রদর্শিত ছবিটি রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন।

 

স্থাপিত : অত্র ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটি ২০০৫ সালে স্থাপিত হয়।

 

বর্ণনা : দ্বি-তল বিশিষ্ট কমপ্লেক্স ভবনটিতে ১৪ টি কক্ষ রয়েছে। এতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাড়াও আরও বেশ কয়েকটি অফিসের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবনটিতে ১টি চেয়ারম্যান কক্ষ ১টি সচিব কক্ষ ১টি সভা কক্ষ ১টি ইউপি সদস্য কক্ষ ১টি ইউ আই এস সি কক্ষ ১টি  গ্রাম পুলিশ কক্ষ এবং ১টি চেয়ারম্যানের বিশ্রাম কক্ষ রয়েছে। এছাড়া আনছার ভিডিপি অফিস, পিআরডিপি-২ এর অফিস, সলিডারিটি অফিস, এবং এগ্রি  বিজনেস কাউন্সিল লি: এর কার্যক্রম বর্তমান চলমান রয়েছে।

 

অবস্থান : সুদৃশ্য এ কমপ্লেক্স ভবনটি রায়গঞ্জ ইউনিয়নের মধ্যস্থলে বোর্ডের বাজার তথা সোনাইর খামার গ্রামে অবস্থিত।

যোগাযোগ : জেলা বা উপজেলা পরিষদ হতে বাস যোগে রায়গঞ্জ বাসষ্টান্ড নেমে সেখান থেকে অটো বা রিক্সা যোগে সোজা পূর্ব দিকে ২ কি: মি: পথ অতিক্রম করে বোর্ডের বাজার পৌছেই এ সুদৃশ্য কমপ্লেক্স ভবনটি দেখা যাবে।গ্রামীন পরিবেশে এ ভবনটি সত্যিই সকলের দৃষ্টি আকর্ষন করার মত।