উপরের ছবিতে গ্রাম বাংলার যে উৎপাদিত ফুল, ফল ও ফসলের চিত্র তুলে ধরা হয়েছে তা অত্র ইউনিয়নের কৃষান-কৃষানীদের ফোটা ফোটা ঘামের বিনিময়ে অর্জিত। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের শাক-সব্জী ও ফলমূল পেয়ে থাকি। উপরের ছবিটা দেখলে বুঝা যায় প্রখমটি উৎপাদনশীল ধান ক্ষেত যা আমরা সারা বছরের খাদ্য হিসাবে পাই। তারপরের ছবিটাতে দেখা যায় পুকুরে মাছ চাষ এবং পাড়ে সব্জী চাষ একসাথে করা হয়েছে। তারপরের ছবিতে ছেলেরা বিল থেকে শাপলা ফুল আহরন করছে। এবং সবশেষের ছবিটাতে গাছে টাটকা আম দুলছে। সত্যিই গ্রামের এ সকল দৃশ্য দেখলে নয়ন জুড়িয়ে যায়, হারিয়ে যেতে ইচ্ছে করে গ্রাম বাংলার প্রকৃতির সাথে।যদি কখনও সময় হয় চলে আসেন আমাদের গ্রামে কৃতিম সৌদর্য না থাকলেও প্রাকৃতিক সৌদর্যের অভাব নেই, যা আপনার মনকে কিছু সময়ের জন্য হলেও মুগ্ধ করতে পারবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস